Barak UpdatesHappeningsCultureBreaking News

বরাকের সঙ্গীতমঞ্চে আর দেখা যাবে না অভিজিৎ মজুমদারকে

ওয়েটুবরাক, ৬ জুলাই : বরাক উপত্যকার মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার৷ ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অস্থায়ী ঘোষক, দূরদর্শনের সংবাদপাঠক৷ বাজাতেন কি-বোর্ডও৷ বুধবার রাতে তিনি সকল মায়া ত্যাগ করে চিরবিদায় নেন৷

অভিজিৎ বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন৷ একবার কিডনি প্রতিস্থাপনেরও সব ব্যবস্থা করে নিয়েছিলেন৷ শেষে ডায়ালিসিস করে চলারই সিদ্ধান্ত হয়৷ কলকাতায় নিয়মিত ডায়ালিসিস করাচ্ছিলেন৷ চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন৷

বৃহস্পতিবারও তাঁর ডায়ালিসিসের জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল৷ ভোরে উঠে মেয়ে বাবাকে সে জন্যই ডাকতে গিয়েছিল৷ সাড়া মেলেনি৷

অভিজিতের স্ত্রী মধুছন্দা নিজ টেট শিক্ষিকা৷ সে জন্য স্বামীর সঙ্গে গিয়ে থাকা সম্ভব ছিল না৷ ভোরে মৃত্যুসংবাদ পেয়েই রওয়ানা হচ্ছেন কলকাতায়৷ শিলচরে সেন্ট্রাল রোডে নিজ বাসভবন অভিজিতের৷ রেখে গিয়েছেন স্ত্রী, এক কন্যা সহ আত্মীয়পরিজন ও অসংখ্য বন্ধুবান্ধব, গুণগ্রাহীকে৷

তাঁর অকালপ্রয়াণে বরাক উপত্যকার সাংস্কৃতিক মহলে গভীর শোক পরিলক্ষিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker