Barak UpdatesHappeningsBreaking News

বন্যা : জেলাশাসকের অনুমোদন ছাড়া মিলবে না সরকারি কর্মচারীদের ছুটি

ওয়েটুবরাক, ১৯ জুন : বন্যা পরিস্থিতির জন্য দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সমস্ত বিভাগীয় আধিকারিক ও কর্মচারীদের জেলাসদর ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান মৃদুল যাদব। পাশাপাশি জানিয়েছেন, কোনও আধিকারিক ও কর্মচারীর আকস্মিক ও অর্জিত ছুটি বিশেষ প্রয়োজনে জেলাশাসকের অগ্রিম অনুমতি ছাড়া মঞ্জুর করা হবে না।

এছাড়া রাজ্য সরকারের সব কার্যালয় ছুটির দিন সহ প্রতিদিন বন্যাকালীন প্রয়োজন ও ত্রাণ প্রদানের জন্য খোলা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জেলাশাসক যাদব জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker