Barak UpdatesCultureBreaking News
নাচে-গানে-কবিতায় শহিদ স্মরণ এসো বলি’র
২২মে : ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসো বলি’ও। শিলচর সহ করিমগঞ্জে শহিদ তর্পণ করেন সংস্থার সদস্যরা। ১৯ মে সকাল আটটায় একই সঙ্গে শিলচর শ্মশানঘাটে ও করিমগঞ্জ শম্ভু সাগর পার্কের শহিদবেদিতে এসো বলি’র দুই শাখার কর্মকর্তারা শ্রদ্ধা জানান একাদশ ভাষা শহিদকে।
ওই দিন, এই কথাশিল্প সংস্থার এগারো জন সদস্য বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েও স্মরণ করেন বীর ভাষা শহিদদের। অনুষ্ঠান চলে অনলাইনে। নিজেদের ফেসবুক পেজে যে যাঁর মতো করে সাজান তাঁদের উপস্থাপনা। এতে শুরুতেই স্মৃতিচারণ করেন দেবস্মিতা বিশ্বাস। নৃত্য পরিবেশন করেন পূজা পাল, ওজস্বিনী দেব। আবৃত্তি শোনা যায় দেবাশিস চক্রবর্তী সায়ন, দিশা দাস ও পম্পি চক্রবর্তীর কণ্ঠে। অভিনয় করেন নেহা চক্রবর্তী। তাছাড়া শ্বেতা রায়, সর্বাণী গোস্বামী ও জয়ানন ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন। ছবি আঁকেন শুভজিৎ দাস। গোটা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংস্থার সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত। এত সুন্দর উপস্থাপনার জন্য প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানান এস বলি’র সাধারণ সম্পাদক শিবম দাস।