Barak Updates
ফুল তুলতে গিয়ে মহাষষ্ঠীর ভোরে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
১৫ অক্টোবর : ফুল তুলতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৮০ বছরের বৃদ্ধা হেমলতা পাল। সোমবার মহাষষ্ঠীর ভোরের ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধলাইতে দুটি বাড়ির গেট ভেঙে দেয়। পরে ধাক্কা মারে হেমলতা দেবীকে। শেষে একটি ডিআই গাড়ির সঙ্গে সংঘর্ষে পাল্টি খায় লরিটি। তাতে ছিল বেশকটি পিচের ড্রাম। একটি গড়িয়ে গিয়ে চাপা দেয় দুর্ঘটনায় জখম হেমলতাদেবীকে। তাতেই প্রাণ হারান তিনি। এই ঘটনার মধ্য দিয়েই ম্লান হয়ে গেল ধলাইখাল সেতু সংলগ্ন পাল পরিবারের উতসবের আনন্দ। শুধু এক পরিবারই নয়, বৃদ্ধার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের পরিলক্ষিত হচ্ছে।
১২ চাকার লরির (নম্বর AS01DD/7063) ধাক্কায় আগেই অশীতিপর বৃদ্ধা ১০ ফুট নীচে ছিটকে পড়েছিলেন । চোটের দরুন তিনি উঠতে পারছিলেন না। পরে সেই পিচের ড্রাম বোঝাই লরি আরেক গাড়িকে ধাক্কা মেরে চরম বিপদ ঘটায়।ওই ধাক্কায় নিজেও রাস্তার উপর পাল্টি খেয়ে পড়ে । তাতে পিচের কয়েকটি ড্রাম গড়িয়ে গিয়ে নীচে পড়ে। সেখানেই প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন জখম হেমলতা পাল। একটি ড্রাম তাঁর ওপর দিয়ে চলে যায়।তাতে হেমলতা দেবীর শরীরের অধিকাংশ হাড় ভেঙে যায়। স্থানীয়রা তড়ি-ঘড়ি হেমলতাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, লরিচালক ঘটনাস্থল থেকে গাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।