NE UpdatesAnalyticsBreaking News
পড়ুয়াদের ৫০ হাজার করে শিক্ষা ঋণ : হিমন্ত
৪ সেপ্টেম্বর : রাজ্য সরকার ২০১৯-২০ বর্ষে ঘোষণা করা পড়ুয়াদের ঋণ দানের প্রক্রিয়া পুনরায় শুরু করবে। দিসপুর জনতা ভবনে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন তিনি বলেন, কেউ যদি শিক্ষা ঋণ নেন, তাহলে তিনি ৫০ হাজার টাকা সরকারি সাহায্য পাবেন। ১৫৪৫ জন হিতাধিকারী ইতিমধ্যেই ঋণ নিয়ে এই সাহায্য লাভ করেছেন। গত বছরই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য এ বছর এই প্রকল্পটি শুরু করা সম্ভব হয়নি।
মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, আগে পূরণ করা ৫৫৪৭টি অনুমোদিত আবেদন রাজ্য সরকারের হাতে রয়েছে। তিনি আরও বলেন, যারা আগে আবেদন করতে পারেননি, তারা www.assamfinanceloans.in -এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগে যারা আবেদন করেননি তাঁরাও ৫০ হাজার টাকা সরকারি সাহায্য লাভ করতে পারবেন। এ বছর বাজেটে এই প্রকল্পের জন্য ২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মন্ত্রী আরও বলেন, ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে এই প্রকল্পটি চালু হয়ে যাবে। নতুন করে যারা আবেদন করবেন, তাদের ২০ সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।