Barak UpdatesHappeningsBreaking News
চলে গেলেন সুদর্শন গুপ্ত
ওয়ে টু বরাক, ১৪ জানুয়ারি : শেষমেশ লড়াই থেমে গেল। চলে গেলেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক, ওয়েটুবরাকের প্রতিষ্ঠাতা সুদর্শন গুপ্ত। বয়স হয়েছিল ৪৯ বছর। শনিবার সকাল ১১.৪০ মিনিটে তিনি শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও মা সহ অসংখ্য আত্মীয় ও গুণমুগ্ধকে।
গত ৫ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর অস্ত্রোপচারও করা হয়। তখন থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। অবশেষে শনিবার তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন। অমায়িক ও বন্ধুবৎসল সুদর্শন গুপ্তের মৃত্যুর খবর শুনে দুপুরেই হাসপাতালে ভিড় জমিয়েছেন তাঁর প্রিয়জনেরা। শহরের বিভিন্ন পেশার মানুষ ছুটে এসেছেন তাঁকে শেষ দেখা দেখতে। তাঁর মরদেহ নিয়ে তাঁর বাড়ি ও কলেজ ঘুরে শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হবে।