India & World UpdatesHappeningsBreaking News
প্রয়াত আমূল-কন্যার স্রষ্টা সিলভেস্টার দকুনহা
ওয়েটুবরাক, ২৪ জুন : এক সময়ে টেলিভিশন, সংবাদপত্র খুললেই দেখা যেত দুষ্ট-মিষ্টি সেই বালিকার ছবি। আমূলের মাখনের বিজ্ঞাপনের সেই বালিকাকে তৈরি করেছিলেন সিলভেস্টার দকুনহা। আমূলের সেই ‘আটারলি বাটারলি ডিলিশাস’ এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা বিজ্ঞাপন। ষাটের দশক থেকে এখনও পর্যন্ত আমূলের ওই বালিকা রীতিমতো জনপ্রিয়।
সেই আমূল-কন্যার স্রষ্টা সিলভেস্টার দকুনহা মঙ্গলবার রাতে প্রয়াত হলেন৷ বয়স হয়েছিল ৮০ বছর৷ রেখে গেলেন স্ত্রী নিশা, পুত্র রাহুল সহ অসংখ্য আত্মীয়-পরিজনদের৷ তাঁর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিজ্ঞাপন জগৎ সহ বিভিন্ন মহলে শোক পরিলক্ষিত হয়। আমূলের জেনারেল ম্যানেজার পবন সিংহ সংস্থার তরফে শোকপ্রকাশ করেছেন।
১৯৬৬ সালে গুজরাতের আনন্দের দুধ ও দুগ্ধজাত নানা জিনিস প্রস্তুতকারী কোঅপারেটিভের কর্তৃপক্ষ ঠিক করেন, আমূলের বিজ্ঞাপনের জন্য ভাবনাচিন্তা করার দায়িত্ব দেওয়া হবে স্বতন্ত্র এক সংস্থাকে। ‘অ্যাডভারটাইজ়িং অ্যান্ড সেল্স প্রোমোশন’ (এএসপি)-র হাতে যায় সেই কাজ। সেখানকার তৎকালীন চেয়ারম্যান ডক্টর কুরিয়ন বলেন, একটি দুষ্ট-মিষ্টি মেয়ের ম্যাস্কট তৈরি করতে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিলভেস্টারও কাজে লেগে পড়েন। তৈরি হয় মাথায় ঝুঁটি বাঁধা, লাল ববি প্রিন্টের ফ্রক পরে গোপাল গোপাল ভঙ্গিতে মাখন খাওয়া সেই মেয়ে। তার পর বাকিটা ইতিহাস।