India & World UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রীর অভিযোগ, বিরোধীরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে
ওয়েটুবরাক, ১২ এপ্রিল : বিরোধী দলগুলির বক্তব্য, নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় এসে সংবিধান বদলে দিতে চান। তাই তিনি চারশো আসনে জিতে ক্ষমতা দখল করতে চাইছেন।
শুক্রবার রাজস্থানের জয়সলমেরের জনসভায় প্রধানমন্ত্রী বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘সংবিধান বদলের প্রশ্নই ওঠে না। সংবিধান আমাদের কাছে গীতা, বাইবেল, কোরান।’ প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, ‘সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর ফিরে এলেও সংবিধান বদলাবে না।’
মোদি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সংবিধান দিবস পালন শুরু করি। সংবিধানকে অবজ্ঞা করার প্রশ্নই ওঠে না।’
তিনি শুক্রবার নাম না করে খাড়্গে, রাহুলদের অভিযোগের জবাব দেন। বলেন, কংগ্রেসের জমানায় বারে বারে সংবিধানকে অস্বীকার করা হয়।