India & World UpdatesHappeningsBreaking News
পুরনো ধাঁচে আয়করে পরিবর্তন নেই, নতুন ধাঁচে নিম্নসীমা বেড়ে ৭ লক্ষ
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : আয়করে যে দুটো ধাঁচ বর্তমানে কার্যকর রয়েছে, এর মধ্যে পুরনোটিতে ৮০ সি, ৮০ সিসিসি, ৮০ সিসিডি(১) সহ বিভিন্ন ধারায় ছাড় মেলে৷ নতুন ধাঁচে ওই সব কিছু নেই৷ সোজাসুজি যত টাকা আয় হবে, এর ওপর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে৷ এই দুই ধাঁচ একসঙ্গে কার্যকর রয়েছে ২০২০ সাল থেকে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার নতুন বাজেট প্রস্তাবে বলেন, ৮০ ধারার বিভিন্ন ছাড়গুলি গ্রহণ করতে চাইলে নতুন বাজেটে কোনও পরিবর্তন নেই৷ যদি কারও আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় হয়, তবে তাঁকে আগের মতই কোনও কর দিতে হবে না৷ এর বেশি হলে পুরনো স্ল্যাবেই কর হিসাব কষা হবে৷ এক্ষেত্রে স্ল্যাবে কোনও পরিবর্তন হয়নি৷
তবে নতুন ধাঁচে আয়কর হিসাব করতে চাইলে সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷
প্রথমত, এখানে ৮০ ধারার করছাড়ের চিন্তাভাবনা বাদ দিয়ে সোজাসুজি আয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হলে এখন কোনও কর দিতে হচ্ছে না৷ নতুন বাজেটে তা বেড়ে সাত লক্ষ টাকা হয়েছে৷ সাত লক্ষ টাকার বেশি আয় হলে কর দিতে নিম্নলিখিত স্ল্যাবে৷
ক. ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ৷
খ. ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ৷
গ. ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ৷
ঘ. ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ৷
ঙ. এর উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ৷
পুরনো ধাঁচ যে দুই-এক বছরে বন্ধ হতে চলেছে, নির্মলার বাজেটে এর ইঙ্গিত মিলেছে৷ তিনি এ দিন জানিয়েছেন, আয়কর হিসাবের বেলায় পুরনো ধাঁচে হিসাব কষার বিশেষ উল্লেখ না করলে নতুন ধাঁচেই হিসাব কষা হবে৷
নতুন ধাঁচে যে এ বার গত বছরের চেয়ে কম কর দিতে হবে, আয়করদাতাদের তিনি নানা উদাহরণ তুলে ধরে দেখিয়ে দেন৷ তিনি জানিয়েছেন, বার্ষিক আয় নয় লক্ষ টাকা হলে এখন দিতে হয় ৬০ হাজার টাকা৷ আগামী বছর দিতে হবে ৪৫ হাজার টাকা৷