Barak UpdatesHappeningsBreaking News

পুঁজিপতিদের অতিরিক্ত লাভ করিয়ে দিতেই বিদ্যুতের মাশুল বৃদ্ধি, ফোরামের অভিযোগ

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : এপিডিসিএল ঘোরপথে আরেকদফা বিদ্যুতের মাশুল বৃদ্ধি করল৷ বিদ্যুতের বিল ক্রমাগত বাড়তে থাকায় মানুষ নাজেহাল হচ্ছেন৷ এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল ফোরাম ফর সোশ্যাল হারমনি৷ তাদের কথায়, গরিব ও নিম্ন মধ্যবিত্তরা যখন বিনামূল্যে ও ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের আশা করছেন, তখনই বিদ্যুৎ বিভাগ ঘোরপথে অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিল।

তাঁদের কথায়, এই সিদ্ধান্ত জ্বালানি সরবরাহকারী ও বিদ্যুৎ উৎপাদনকারী বৃহৎ পুঁজিপতিদের সংস্থাগুলিকে অতিরিক্ত লাভ করিয়ে দেওয়ার এক কৌশল। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারি নিয়ন্ত্রণ রেখে বিনামূল্যে ও ভর্তুকি মূল্যে গরিব ও নিম্ন-মধ্যবিত্তদের বিদ্যুৎ সরবরাহ করে বৃহৎ পুঁজিপতি ও তাদের সাথে যুক্ত বড় ব্যবসায়িদের প্রতিষ্ঠান থেকে অধিক মূল্যে আদায় করে ঘাটতি পুষিয়ে নিয়ে পারত।সরকার সেই পথে হাঁটছে না, বরং আম-জনগণের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে বৃহৎ পুঁজিপতিদের মুনাফা করার সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন প্রদেশের হিসাবে ইতিমধ্যে দেখা গেছে যে প্রাইভেট কোম্পানিগুলো অ্যাকাউন্ট ম্যানুপুলেশন করে কৃত্রিম উপায়ে ঘাটতি দেখিয়ে বিদ্যুতের দর বৃদ্ধির যুক্তি সাজায়। উপরন্তু বাজারের নিয়মের যে যুক্তিতে এই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেনে নিলে, সেই একই যুক্তিতে ভবিষ্যতে আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দেবে।

ফোরাম ফর সোশ্যাল হারমনি বিদ্যুৎ বিভাগের এমন জনবিরোধী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ও বৃহৎ পুঁজিপতিদের মদত দিয়ে জনগণের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার সরকারি নীতি প্রত্যাহার করে অনতিবিলম্বে এই সার্কুলার রদ করার দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker