Barak UpdatesAnalyticsBreaking News

পিপিপি-ই পুর নির্বাচনে বিজেপির তুরুপের তাস

১৮ নভেম্বর: প্রগতিশীল পুর পরিষদ এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে৷ লিফলেট, ভাষণ সবেতেই গেরুয়াবাহিনীর মুন্ডপাত করছে৷ তবু এরাই এখন বিজেপির তুরুপের তাস৷ শাসকশক্তি মনেপ্রাণে চাইছে, এরা আরেকটু শক্তিশালী হোক৷ অন্তত কংগ্রেসের বরাবর হয়ে উঠলে শিলচর পুরসভা নির্বাচনে তাদের ফিরে আসা কেউ আটকাতে পারবে না৷ ওই সূত্রেই এগিয়ে থাকবে বিধানসভা নির্বাচনের জন্য৷

প্রগতিশীল পুর পরিষদ আসলে কংগ্রেসেরই সংগঠন৷ আগে কংগ্রেস পঞ্চায়েত ও পুরসভা ভোটে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতো না৷ পরিষদের ব্যানারে প্রার্থী দিয়ে অরাজনৈতিক লড়াইয়ের আহ্বান জানাতো৷ দুই দশক ধরে সূত্র বদলে কংগ্রেস নিজস্ব ব্যানারে লড়তে থাকে৷ প্রগতিশীল পুর পরিষদ তখন থেকে পরিত্যক্ত অবস্থায়৷

দুই দশক আগের পরিষদ কর্তারাই এখন বিক্ষুব্ধ কংগ্রেসি৷ সুস্মিতা দেবের নেতৃত্বকে তারা কোনওমতে মানতে নারাজ৷ এঁরাই এবার  প্রগতিশীল পুর পরিষদ পুনর্গঠন করলেন৷ প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন পুরসভাপতি তমাল বণিক, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্তমজুমদার, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য-রা সিদ্ধান্ত নিয়েছেন, ২০২০-র পুর নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দেবেন তারা৷ বিজেপির বিরুদ্ধে প্রচার-অস্ত্রে নিয়মিত শান দিয়ে চললেও গেরুয়াবাহিনী তাদেরকেই এ বার বড় মিত্র বলে মনে করছে৷ যাকে চ্যালেঞ্জ জানিয়ে এত আয়োজন, সেই কংগ্রেসনেত্রী সুস্মিতা দেব অবশ্য প্রগতিশীল পুর পরিষদ নিয়ে এখনই মন্তব্যে নারাজ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker