Barak UpdatesBreaking News

শহরে সিসি ক্যামেরা? এখনও অনেক পথ বাকি, অপিনিয়ন মোভার্সকে ডিসি
Social Media group ‘Opinion Movers’ working as a pressure group to realise people’s demand

২১ অক্টোবরঃ অনেক আগেই শিলচর পুরসভা জানিয়েছিল, শহরে সিসি ক্যামেরা লাগানো হবে। সে জন্য বাইরের কার সঙ্গে কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে। বাস্তবে এর কিছুই হয়নি, খুব কাছাকাছি কিছু হওয়ারও নয়। জেলাশাসকের সঙ্গে কথা বলে অপিনিয়ন মোভার্স সদস্যরা এ কথা নিশ্চিত হয়েছেন। তাঁরা সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক লায়া মাদ্দুরিকে উদ্ধৃত করে জানিয়েছেন, জেলাশাসক সিসি ক্যামেরার জন্য সরকারকে লিখলে তারা কয়টি ক্যামেরা চাই, কোথায় সেগুলি বসবে, কারা সেগুলি দেখভাল করবে ইত্যাদি সব জানিয়ে বিস্তৃত প্রতিবেদন জমা করতে বলে।

তিনি ওই প্রকল্প প্রতিবেদন তৈরির জন্য টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের ডেপুটি ডিরেক্টরকে লিখেছেন। কিন্তু সেখানে কর্মচারী স্বল্পতার কথা জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর। ফলে পুরো ব্যাপারটি যে ঝুলে গিয়েছে, সে কথা সব পক্ষই বুঝে গিয়েছেন। জেলাশাসক মাদ্দুরি তাই অপিনিয়ন মোভার্সেরই দ্বারস্থ হন। কিছু  স্পনসরার মিললে ফাইল চালাচালির বিলম্ব-বিড়ম্বনা মেটে, এমন কথাই বলে দেন তিনি।

শিক্ষক জগদীশ চক্রবর্তী ও সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর তাঁরা জেলাশাসকের  সঙ্গে দেখা করেছিলেন। নানা প্রস্তাব দিয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কিছুই হয়নি। তাই ১৭ অক্টোবর অনিপিয়ন মোভার্স জেলাশাসকের সঙ্গে ফের দেখা করেন। তাঁরা  সায়ন্তন চক্রবর্তীর বিনা চিকিতসায় মৃত্যুর উল্লেখ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুরবস্থার কথা তুলে ধরেন। এ নিয়ে দু-তিনদিনের মধ্যে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সোস্যাল মিডিয়াগ্রু পটির অ্যাডমিন দীপক সেনগুপ্ত।

তাঁরা যে একটি প্রেসার গ্রুপ হয়ে উঠতে চলেছেন, এ দিনের সাংবাদিক  সম্মেলনে নানাভাবে তা ফুটে ওঠে।  আশু পাল, পরিতোষ দত্ত জানান, কার্ডিওলজি, ইউরোলজি, নেফ্রোলজি, নিউরোলজি ইত্যাদি বিভাগের বিশেষজ্ঞ না থাকায় বরাকে মানুষকে প্রায় বিনা চিকিতসায় প্রাণ দিতে হচ্ছে। একই অবস্থা ব্লাড ব্যাঙ্কেরও। সেখানে জরুরি প্রয়োজনে রক্ত পাওয়া দুষ্কর।

অরবিন্দ রায় বলেন, এ সবের পাশাপাশি তাঁরা শব্দদূষণ ও ভাষা আইন লঙ্ঘনের ব্যাপারেও লায়া মাদ্দুরির দৃষ্টি আকর্ষণ করেছেন। এ দিনের সাংবাদিক সম্মেলনে অপ্রতীম নাগ, নীহারেন্দু পুরকায়স্থ, কৃষ্ণেন্দু রায়, গৌরী দত্তবিশ্বাস, শান্তশ্রী সোম এবং বিশ্বনাথ ভট্টাচার্যও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

দীপক সেনগুপ্ত ২০১৫ সালের ২৬ নভেম্বর “অপিনিয়ন মোভার্স” গ্রুপ গঠন করেন। বর্তমানে এই গ্রুপের  সদস্য সংখ্যা ১১১ । তাঁদের মধ্যে রয়েছেন  অধ্যাপক,   শিক্ষক,    ডাক্তার,   ইঞ্জিনিয়ার, ব্যাংক  কর্মচারী,  সাংবাদিক,  সমাজসেবী  প্রমুখ। জনগণের অধিকার সংরক্ষণ এবং কল্যাণ নিশ্চিতকরণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker