India & World UpdatesHappeningsBreaking News

পাঁচ বছরে ডাক্তারি পড়ার ২৬ হাজার আসন বেড়েছে, দাবি হর্ষবর্ধনের

২৬ আগস্ট: বিজেপি ক্ষমতায় আসার পর ভারতে মেডিক্যাল কাউন্সিলের বদলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন গঠন করা হয়েছে। গত পাঁচ বছরে দেশে ১৫৮টি মেডিক্যাল কলেজ, এমবিবিএস স্তরে ২৬,০০০ আসন এবং স্নাতকোত্তর স্তরে ৩০,০০০ আসন সংযোজন করা সম্ভব হয়েছে। বুধবার এই দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন।

Rananuj

এ দিন রাজস্থানে দুটি নতুন মেডিক্যাল কলেজ ও তিনটি সুপার স্পেশ্যালিটি ব্লকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড. হর্ষবর্ধন। এ উপলক্ষে আয়োজিত ডিজিটাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবেও অংশ নেন। তাছাড়া, রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া মেডিক্যাল কলেজ ও ভরতপুর মেডিক্যাল কলেজকে বুধবার জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হয়। পাশাপাশি কোটার সরকারি মেডিক্যাল কলেজ, বিকানিরের সর্দার প্যাটেল মেডিক্যাল কলেজ ও উদয়পুরের রবীন্দ্রনাথ ঠাকুর মেডিক্যাল কলেজে তিনটি সুপার স্পেশালিটি ব্লক যোগ করা হয়।

এই প্রকল্পের জন্য ৮২৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে ১৫০ কোটি টাকা করে পাবে দুই মেডিক্যাল কলেজ। বিনিয়োগ করা হয়। এই কলেজগুলিতে আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পড়ুয়াদের জন্য ১৫০টি করে আসন রয়েছে। ভরতপুর মেডিক্যাল কলেজে ৩৪টি আইসি লইউ সহ ৫২৫টি শয্যা ও আর ভি আর এসে ১২টি আই সি ইউ থাকবে। থাকবে ৪৫৮টি শয্যাও।স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যক্ষেত্রে অন্যান্য সহযোগী শিক্ষার জন্য নতুন ‘দ্য ন্যাশনাল কমিশন ফর এল্যায়েড এন্ড হেল্থকেয়ার প্রফেশনাল বিল’ আনা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে স্বাস্থ্য বিষয়ক পেশার সঙ্গে যুক্ত ৫০টি ক্ষেত্রের পেশার শূন্যস্থান পূরণ সম্ভব হবে।হর্ষ বর্ধন জানান, ২২টি নতুন এইমস গঠনে দ্রুত প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker