NE UpdatesAnalyticsBreaking News
জুম্মার নামাজ ঘরে পড়ার আহ্বান জানালেন আজমলAjmal appeals to perform namaj in the house
২ এপ্রিল : জুম্মার নামাজ মসজিদে পড়ার পরিবর্তে শুক্রবার নিজ নিজ ঘরে পড়ার আহ্বান জানালেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল। এক প্রেস বিবৃতিতে তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলেছেন, মসজিদে নামাজ আদায় করার পরিবর্তে ঘরে জোহরের নামাজ পড়লে সমান পুণ্য লাভ হবে। তাসত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলের একাংশ মুসলমান সম্প্রদায়ের লোকজনকে সরকারি নীতি নির্দেশিকা লঙ্ঘন করে রাস্তা, বাজারে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। লকডাউনের সময় জেলাশাসক ও পুলিশ সুপার এ ধরনের অভিযোগ উত্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি নীতি নির্দেশিকা না মেনে চললে কত সংখ্যক মৃত্যু হতে পারে, তা অনুমান করারও অতীত। তিনি রাস্তা বাজারে বিনা কারণে না বেরিয়ে পরিবার তথা নিজের দেশকে রক্ষা করার জন্য সবার কাছে আহ্বান জানান।
বিবৃতিতে আজমল আরও বলেন, লকডাউনের সময় বিভিন্ন রাজ্যে আসামের বহু লোক আটকে পড়েছেন। এই লোকেরা নানা কাজের জন্য ভিনরাজ্যে গিয়েছেন। সেই লোকদের চিকিৎসা পরিষেবা তথা সবধরনের অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহের জন্য তিনি দেশের ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছেন। ইতিমধ্যে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ফলে কোনও ব্যক্তি এভাবে আটকে থাকার খবর কেউ জানলে তাঁদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আজমল।