Barak UpdatesCultureBreaking News

উন্নয়ন না পরিবেশ রক্ষা, শুকতারার অনুষ্ঠানে ভারসাম্য খুঁজলেন বক্তারা
Development vs Environment: Search for a solution in Suktara’s programme on Environment Day

৬ জুন : ‘আমরা পরিবেশ রক্ষা করব না উন্নয়নের পথে হাঁটব।’ পরিবেশ দিবসে শিলচরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শুকতারার অনুষ্ঠানে এ প্রশ্ন ছুড়ে দিলেন বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল চৌধুরী। তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশ রক্ষা এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আজ কঠিন প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। শিলচর গোলদিঘি মলে পরিবেশ বিষয়ক এক আলোচনায় তিনি আরও বলেছেন, বর্তমানে পৃথিবীর ৯৯% মানুষ বায়ু দূষণের শিকার। এর পাশাপাশি শিল্প উন্নয়ন, বনজ সম্পদ ধ্বংস ইত্যাদি পৃথিবীর মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

Rananuj

বুধবার পরিবেশ বিষয়ক এই আলোচনায় অংশ নেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী পরিমাণ শুক্লবৈদ্যও। মন্ত্রী বলেন, বায়ুদূষণ আটকাতে মানবজাতিকেই ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, ১৯৭২ সালে স্টকহোম সম্মেলন থেকে পরিবেশ বাঁচাও আন্দোলন শুরু হলেও বেদ উপনিষদে পরিবেশ রক্ষার কথা অনেক আগে থেকেই বলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বায়ুপূজা, অগ্নিপূজা ইত্যাদির কথা উল্লেখ করেন।

পরিবেশ বিষয়ক এই আলোচনার মুখ্য বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান পার্থঙ্কর চৌধুরী স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় সচেতন করে তোলার ওপর জোর দেন। এই আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শুকতারার সভাপতি শৈবাল শোভন দেব। ছিলেন ঈশ্বর ভাই ওয়াদিয়া, শুকতারার সম্পাদক পরমা বন্দ্যোপাধ্যায়, অমিত শিকিদার প্রমুখ।

এর আগে এ দিন সকালে শিলচর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে শুকতারা। বিভিন্ন স্কুলের প্রচুর সংখ্যক পড়ুয়া এতে যোগদান করে। পাশাপাশি এ দিন স্কুল চত্বরে শুকতারার সদস্যরা বেশ কিছু চারাগাছও রোপণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker