NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনার আর্জি এআইডিএসও-র
ওয়েটুবরাক, ১৪ জুন: আসাম সরকারের মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারী পরীক্ষা গ্রহণের সম্ভাব্য সিদ্ধান্তের বিভিন্ন দিক গভীরভাবে পৰ্যালোচনা করে অল ইণ্ডিয়া ডিএসও’র আসাম রাজ্য কমিটি জানায়, কোভিড পরিস্থিতি যথেষ্ট জটিল রয়েছে। সরকারের পরিসংখ্যানের চেয়েও বহু বেশি কোভিডের লক্ষণ থাকা অসুস্থ রোগী স্বাস্থ্য বিভাগের নজরের বাইরে থেকে গেছে। এছাড়াও করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে বলেও বিশেষজ্ঞরা আগাম সতর্কতা দিচ্ছেন। এরকম জটিল পরিস্থিতিতে পরীক্ষা সংক্ৰান্ত সিদ্ধান্তে উপনীত হতে সীমিত পরিসরে আলাপ আলোচনার যে প্ৰক্ৰিয়া চলছে তা সম্প্রসারিত হওয়া প্রয়োজন৷
সকল ছাত্ৰ এবং শিক্ষক সংগঠনকে যুক্ত করার পাশাপাশি রাজ্যের প্ৰখ্যাত শিক্ষাবিদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই প্ৰক্ৰিয়ায় সামিল করা প্রয়োজন। এসব ব্যক্তি ও সংগঠনগুলোর সাথে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়ায় আলাপ আলোচনার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত করা কি না করা সিদ্ধান্ত নিতে হবে৷ হলে তা সংক্ষেপে না বিস্তারিত ভাবে করাা, প্রতিটি বিষয়ের নম্বর ১০০ থাকবে কি না ইত্যাদি সিদ্ধান্ত গ্ৰহণ করতেও তাঁদের আহ্বান জানানো উচিত৷ যদি এই প্ৰক্ৰিয়ায় পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত হয় তাহলে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সহ উচ্চ শিক্ষার প্ৰয়োজনীয় প্ৰবেশিকা পরীক্ষায় এবং টিকাকরণে বাধা থাকবে না বলে সংগঠনের পক্ষ থেকে অভিমত প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়়, গুরুত্ব অনুযায়ী হায়ার সেকেন্ডারি পরীক্ষা প্ৰথমে অনুষ্ঠিত করা প্ৰয়োজন। তবে এর আগে দ্রুত পরীক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকৰ্মীকে টিকা প্রদান করতে হবে এবং অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আসতে হবে। সংগঠনের অভিমত, পরীক্ষা অনুষ্ঠিত করতে হলে কোভিড প্ৰটোকল মানার পাশাপাশি সেনিটাইজেশন সহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্ৰহণ করতে হবে এবং হোম সেন্টারে বা বাসস্থানের নিকটবর্তী সেন্টারে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ প্ৰদান করতে হবে।
মেট্ৰিক পরীক্ষার্থীদের টিকাকরণের ক্ষেত্ৰে প্ৰয়োজনীয় ট্ৰায়াল সম্পন্ন করতে কেন্দ্ৰীয় সরকারের উপর রাজ্য সরকারের তরফে চাপ প্ৰয়োগ করতে হবে। এরপর নির্ধারিত সময়ে টিকাকরণ সম্পন্ন করা সম্ভবপর হলে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্ৰণে এলে পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। তা সম্ভব না হলে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি উদ্ভাবন করে ফলাফল ঘোষণা করতে হবে।