NE UpdatesAnalyticsBreaking News
পবাকে অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা, জানালেন মন্ত্রী চন্দ্রমোহন
গুয়াহাটি, ৩১ আগস্ট : অসমে খুব শীঘ্ৰই বৃদ্ধি পাবে আরও একটি অভয়ারণ্য। ধেমাজি জেলার অন্তৰ্গত পবা সংরক্ষিত বনাঞ্চলকে একটি বন্যপ্ৰাণী অভয়ারণ্য হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। শীঘ্ৰই এর জন্য অধিসূচনাও জারি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। শুক্রবার অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের শেষ দিনে মন্ত্রী এ কথা উল্লেখ করেছেন।
বিধানসভায় জোনাইর বিধায়ক ভূবন পেগুর উত্থাপন করা শূন্যকালীন ঘণ্টার এক বিজ্ঞপ্তির উত্তর দিতে গিয়ে পরিবেশ ও বনমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন, “মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা এ অঞ্চলের প্ৰাকৃতিক সম্পদের পাশাপাশি জৈব-বৈচিত্রের সংরক্ষণ ও বিকাশে গুরুত্ব প্ৰদান করে পবা সংরক্ষিত বনাঞ্চলকে বন্যপ্ৰাণী অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছেন। পবা সংরক্ষিত বনাঞ্চল, কবু চর এলাকার প্ৰস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল ও নদী এলাকা নিয়ে ২৫৭.২৯ বৰ্গ কিলোমিটারের পবা বন্যপ্ৰাণী অভয়ারণ্য গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, পবা সংরক্ষিত বনাঞ্চল অসমের উত্তর পূর্ব প্রান্তে থাকা বন্য জীব-জন্তু সমৃদ্ধ এক জৈব বৈচিত্ৰপূর্ণ বর্ষা-অরণ্য। রাজ্যের পানপুর কাজিরঙার পর ব্রহ্মপুত্র নদীর উত্তর থেকে দক্ষিণ পারে হাতির এটি দ্বিতীয় প্রব্রজন পথ। হাতি ডি এরিং অভয়ারণ্য থেকে কবু চর এলাকা ও ডিব্রু-ছইখোয়া জাতীয় উদ্যান পর্যন্ত চলাচল করে। প্রায় ৭০-৮০টি হাতির ঝাঁক বিভিন্ন সময়ে নদী পার হয়ে উত্তর থেকে দক্ষিণে চলাচল করে।