Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

পদ্মনাভ গুয়াহাটিতে ডিসিপি, করিমগঞ্জের দায়িত্ব নেবেন পার্থসারথি

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : পুলিশ সুপার পদমর্যাদার অফিসারদের মধ্যে বৃহস্পতিবার বেশ কিছু রদবদল করা হয়েছে৷ করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়াকে গুয়াহাটি কমিশনারেটে বদলি করা হয়েছে৷ তিনি হবেন পশ্চিম এলাকার ডেপুটি কমিশনার অব পুলিশ (ওয়েস্ট)৷ তাঁর জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতীম দাসকে দায়িত্ব নিতে বলা হয়েছে৷ তিনিই হবেন করিমগঞ্জের নতুন পুলিশ সুপার৷ হোজাইর পূলিশ সুপার বরুণ পুরকায়স্থ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের পুলিশ সুপার হয়েছেন৷ আর এক অতিরিক্ত পুলিশ সুপার সৌরভ গুপ্ত নলবাড়ি থেকে বদলি হয়েছেন৷ তাঁকে হোজাইর পুলিশ সুপারের দায়িত্ব নিতে বলা হয়েছে৷ অন্যদিকে, ডিসিপি (ওয়েস্ট) দেবাশিস বরাকে কাহিলিপাড়া স্থিত চতুর্থ আসাম পুলিশ কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে৷  এই পদটি কিছুদিন ধরে ফাঁকা পড়ে ছিল৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker