Barak UpdatesHappeningsBreaking News

পদত্যাগের পরদিন সিপিএম জানাল, পাবলভকে বহিষ্কার করা হয়েছে

ওয়েটুবরাক, ২৬ জুলাই : সোমবারই পাবলভ পারভেজ লস্কর ডিওয়াইএফআই কাছাড় জেলা সম্পাদক পদে ইস্তফার কথা জানিয়েছিলেন৷ ডলু বাগান ধ্বংসে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ করে সিপিএমের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেন৷ এর ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সিপিএমের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র জানিয়েছেন, এ দিনই দলের কাছাড় জেলা সম্পাদকমণ্ডলী এক সভায় বসে জেলা কমিটির সদস্য পাবলভ পারভেজ লস্করকে ধারাবাহিক ভাবে অনৈতিক ও দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করার অপরাধে দল থেকে বহিস্কার করে । সঙ্গে পাবলভ লস্করকে পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা সহ দলীয় সমস্ত সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়েছে এবং দল তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে । জেলা সম্পাদকমণ্ডলী দলের সমস্ত সদস্যকে এই বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয় ।

সামাজিক মাধ্যমে এই বহিষ্কারের পোস্ট দিলে অনেকেই শেষ বাক্য নিয়ে আপত্তি করছেন৷ তাঁদের কথায়, দল থেকে বহিষ্কৃত বলে তাঁর সঙ্গে  সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিতে পারেন না। ব্যক্তিগত সম্পর্কও রাখা যাবে না, এ কেমন ধরনের কথা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker