India & World UpdatesHappenings
পক-এ সাত চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, ১০ পাক জওয়ানের মৃত্যু
২ এপ্রিলঃ ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করে সোমবার থেকে জম্মুর পুঞ্চ, রাজৌরি ও নওসেরা সেক্টরে ভারতীয় চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। তাতে এক বিএসএফ ইনস্পেক্টর সহ তিন জনের মৃত্যু হয়। তার পরেই জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। পাক চৌকি লক্ষ্য করে গুলি-মর্টার চালায়। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরে সাতটি চৌকি ধ্বংস হয়েছে। তাতে অন্তত দশ পাক সেনা জওয়ান মারা গিয়েছে। আইএসআই-এর তরফে তিন জনের মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হয়েছে।
সোমবার বিকেলের পাক গোলাগুলিতে ভারতেও তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ২৪ জন। তারপরই ভারী গোলাবর্ষণ শুরু করে ভারত। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে দু’পক্ষের গুলি বিনিময়।
সেনা কর্তারা জানিয়েছেন, ভারতীয় বাহিনীর হামলায় পাক অধিকৃত কাশ্মীরে রাখচিকরি এবং রাওয়ালকোটে অন্তত সাতটি চৌকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আইএসআই-এর জনসংযোগ বিভাগের তরফে অবশ্য জানানো হয়েছে, তিন জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন।
ভারত-পাকিস্তানের এই গোলাগুলিতে আতঙ্কিত সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাইরে বেরনো নিষেধ করা হয়েছে।