Barak UpdatesHappeningsBreaking News
নির্দল হিসেবে দাঁড়ানোর জন্য চাপ বাড়ছে, সিদ্ধান্তহীনতায় দিলীপ
ওয়েটুবরাক, ৬ মার্চঃ শুক্রবার প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন তিনি। শনিবার সকাল থেকে সারাদিন তাঁর বাড়িতে এমন ভিড় যেন দিলীপকুমার পালই ফের টিকিট পেয়েছেন। সকলের এক কথা, কী হয়ে গেল ব্যাপারটা! অনেকে দল এবং দলনেতাদের সম্পর্কে উচ্চবাচ্য করতে লাগেন। দিলীপবাবুই তাঁদের সংযত হতে পরামর্শ দেন।
এ বার কি নতুন কিছু ভাবছেন?
দিলীপবাবুর জবাব, ‘নির্দল হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য প্রচণ্ড চাপ। কর্মী-সমর্থকরা আমাকে এতটা ভালবাসেন, আগে আন্দাজ করা যায়নি। তাঁদের প্রস্তাব-পরামর্শ ফেলার সাহস পাচ্ছি না।’
তবে শিলচরে এ বার মূলত ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা? খোলামেলা বলতে পারলেন না। কথাবার্তায় সিদ্ধান্তহীনতা ধরা পড়ে। তবে সবাইকে শুনিয়ে দেন, ভগবানের ইচ্ছেতেই সব হয়। ফলে যা হয়েছে, মঙ্গলের জন্যই হয়েছে। হয়তো আগামীদিনে আরও ভাল কিছু অপেক্ষা করছে।
কিন্তু নিজের কর্মী-সমর্থকরা নির্দল হিসেবে লড়াইয়ের বাইরে কোনও কথা শুনতে নারাজ। তাদের অস্থিরতা দিলীপবাবুকেও চিন্তায় রাখে। বলেন, ‘তাঁদের কথা ফেলি কী করে, তাও ভেবে পাচ্ছি না।’