India & World UpdatesHappeningsBreaking News
২৯ ডাক্তার-নার্স আক্রান্ত, পুরো হাসপাতালকেই কনটেইনমেন্ট জোন ঘোষণা29 doctors, nurses infected, entire hospital declared ‘containment zone’
৬ এপ্রিল : এক সপ্তাহের মধ্যে হাসপাতালের ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এর জন্য গোটা হাসপাতালটিকেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে মুম্বাইয়ের ওয়াকহার্ড হাসপাতালের ২৬ জন নার্স ও ৩ জন চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভ।
মুম্বাইয়ের বৃহান মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন এই হাসপাতালকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে। এর ফলে এই হাসপাতাল থেকে কেউ বাইরে বের হতে পারবেন না বা হাসপাতলে কেউ প্রবেশ করতে পারবেন না। যতক্ষণ না আক্রান্তদের অন্তত দুবার পরীক্ষা করে নেগেটিভ পাওয়া যায়। প্রাপ্ত খবরে জানা গেছে, যে নার্সদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তাদের কোয়াটার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যে ৩ চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তাদের মধ্যে দু’জনকে সেভেন হিলস হাসপাতালে এবং একজনকে এসএল রাহেজা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই হাসপাতালে ২৭০ জন কর্মী ও রোগীর স্যাম্পল পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই হাসপাতালে ৭০ বছরের অধিক এক করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হওয়ার পরই সংক্রমণ হতে শুরু করে। অন্যদিকে, হাসপাতালের কর্মীরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ তাদের সহকর্মী ও সঙ্গীদের নির্দিষ্ট সময়ে কোয়ারান্টাইনে নিয়ে না যাওয়াতেই নার্সদের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খণ্ডন করেছে।