NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি স্টেশনে গ্রেফতার আনসারুল বাংলা টিমের দুই উগ্রপন্থী
গুয়াহাটি, ১৩ মে : গুয়াহাটিতে গ্রেফতার হল দুই বাংলাদেশি উগ্রপন্থী। জানা গেছে দারোকা এক্সপ্রেসে গুজরাট থেকে গুয়াহাটি এসেছিল এই দুই উগ্রপন্থী। এই দুজন হল বাহার মিয়া (৩০) এবং রাসেল মিয়া (৪০)। ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশের বিশেষ শাখা এ নিয়ে অভিযান চালায়।
এরপরই সোমবার দুপুর তিনটা নাগাদ গুয়াহাটি রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে এই দুই উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়। এই দুই উগ্রপন্থী বাংলাদেশের আনসারুল বাংলা টিমের সদস্য বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এদের গুয়াহাটি থেকে আগরতলা হয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। সেজন্য তারা টিকিট কেটে গুয়াহাটি প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল। তখনই অপরাধ শাখার পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা গেছে এই দুই উগ্রপন্থী ভুয়ো নথিপত্র দেখিয়ে ভারতে প্রবেশ করেছিল। বহুদিন আগেই এরা এদেশে আসে। ধৃত বাহার মিয়ার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে। অন্যদিকে রাসেল মিয়ার বাড়ি ঢাকার নেত্রকোনায়। গোয়েন্দা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই দুই উগ্রপন্থের নাম। অবশেষে সোমবার এদের গ্রেপ্তার করে পুলিশ।