Barak UpdatesHappeningsBreaking News
নানা পুরস্কার এবং শংসাপত্রে সম্মানিত শিলচর রোটারি ক্লাব
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : শিলচর রোটারি ক্লাব তাঁর কর্মধারা অব্যাহত রেখে এ বারও নানা পুরস্কার এবং শংসাপত্র লাভ করেছে৷
আজ শনিবার ক্লাবভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ২০২৩-২৪ বর্ষের সভাপতি দেবাশিস চক্রবর্তী ও সম্পাদক প্রিয়তনু গোস্বামী জানান, রোটারি ইন্টারন্যাশনালের শংসাপত্র এবং ডিস্ট্রিক্ট গভর্নরের গোল্ডলেভেল শংসাপত্র বিশেষ উল্লেখের দাবি রাখে৷ দেবাশিস চক্রবর্তীকে স্টারলিং প্রেসিডেন্ট এবং প্রিয়তনু গোস্বামীকে স্টেলার সেক্রেটারি বলে সম্মানিত করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী ও চিরঞ্জিৎ ঘোষ, প্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত এবং হবু সভাপতি দেবাশিস সোম৷ ছিলেন ক্লাবের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ডা. ধ্রুবজ্যোতি নাথও৷
তাঁরা জানান, এ বারের পুরস্কার তালিকায় আরও রয়েছে ফুড ব্যাঙ্ক সার্ভিস, আরসিসি ও বয়স্ক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ শংসাপত্র, টিআরএফ, একেএস ও সিএসআর প্রজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট গভর্নর তথা শিলচর ক্লাবের সদস্য ডা. সিদ্ধার্থ শংকর ভট্টাচার্যকে ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ স্বীকৃতি, অ্যাসিস্ট্যান্ট গভর্নরকে ডিস্ট্রিক্ট গভর্নরের গোল্ডলেভেল শংসাপত্র, লেভেল টু মেজর ডোনার শিলচর ক্লাবের সদস্য রণধীর বসুকে ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ স্বীকৃতি, শিলচর ক্লাবের জন্য আরআইএলএম শংসাপত্র, চিরঞ্জিত ঘোষকে ডায়মন্ড পেট্রন ঘোষণা, কম্যুনিটি সার্ভিসের জন্য সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান চিরঞ্জিত ঘোষকে ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ শংসাপত্র, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর তথা শিলচর ক্লাবের সদস্য অরিজিত এন্দোকে ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ স্বীকৃতি, মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের জন্য এর দায়িত্বপ্রাপ্ত ডা. ধ্রুবজ্যোতি নাথকে ডিস্ট্রিক্ট গভর্নরের শংসাপত্র ৷ এ ছাড়া, উচ্চ লক্ষ্যমাত্রা স্থির করেও তা বাস্তবায়নের জন্য রোটারি ইন্টারন্যাশনালের ডিরেক্টর অনিরুদ্ধ রায়চৌধুরী ও টিএন সুব্রহ্মনিয়মের শংসাপত্র লাভ করেছে শিলচর রোটারি ক্লাব৷
গত বছরের সম্পাদক প্রিয়তনু গোস্বামী বলেন, কোন কোন কাজের জন্য বিশেষ স্বীকৃতি মিলেছে, এ বড় কথা নয়, তিনি বন্যা-পরবর্তী সময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়ে যে তৃপ্তি বোধ করেছেন, তার পৃথক অনুভূতি৷