Barak UpdatesHappeningsCulture

নাচ-গান-কবিতায় ক্লাব অনন্যার রবীন্দ্র-নজরুল স্মরণ

ওয়ে টু বরাক, ৩১ ঃ ক্লাব অনন্যার উদ্যোগে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। শিলচর গান্ধীবাগ পার্কে আয়োজিত অনুষ্ঠানে এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার। তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে এ দিনের অনুষ্ঠানের সূচনা করেন।

এ দিন গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সদস্যরা। তাঁরা রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন। এরপর আসরে অতিথি শিল্পী হিসেবে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্তা চক্রবর্তী। তাঁর গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ক্লাবের সদস্য মধুপর্ণা বসাক ও শম্পা বণিক। নজরুল গীতি গেয়ে শোনান মেঘরাজ চক্রবর্তী।

এছাড়া একক নৃত্য পরিবেশন করেন টুম্পা রায় গোস্বামী, রুমা বণিক বিশ্বাস, সুচরিতা ধর, শিশুশিল্পী শতাক্ষী বণিক। যুগল নৃত্য উপহার দেন সঞ্জয় আচার্য ও তথাগত দাস। আবৃত্তি করে শোনান সব্যসাচী পুরকায়স্থ, মৃদুলা ভট্টাচার্য, বন্দনা আচার্য, মৌসুমী বিশ্বাস প্রমুখ। সবশেষে ক্লাবের প্রাক্তন সভানেত্রীদের সম্মান জানান বর্তমান সভানেত্রী মধুমিতা পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker