Barak UpdatesHappeningsBreaking News

নবমী পেরোতেই সদরঘাটে শুরু প্রতিমা নিরঞ্জন

ওয়েটুবরাক, ১২ অক্টোবর : রাত জাগা তিথিপর্ব সব হিসাবনিকাশই পাল্টে দিয়েছে৷ শনিবার সাতসকালে নবমী পেরোতেই দেবীবিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়৷ শুরু হয় মণ্ডপে মণ্ডপে মহিলাদের সিঁদুর খেলা৷ এ দিন সন্ধ্যায় নবমী পুজোর রাতে প্রতিমা-মণ্ডপ দর্শনে যারা বেরনোর পরিকল্পনা করছিলেন, তাঁদের হতাশ করে সর্বত্র বাজতে থাকে বিসর্জনের সুর৷ বাড়িঘরের প্রতিমার সদরঘাট অভিমুখে রওয়ানা সেই সকাল থেকেই৷ তাতে বিপাকে পড়ে পুর প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ দফতর৷ এরা অনুমানই করতে পারেননি, শনিবার দিনদুপুরে প্রতিমা আসবে নিরঞ্জনের জন্য৷ রবিবার প্রতিমার বিসর্জন হবে, এমন পরিকল্পনাতেই বিসর্জনঘাট সাজানো, কর্মীদল নিয়োগ এবং আইন-শৃঙ্খলা রক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়৷ ফলে শুরুর দিকে যে সব প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে, সেগুলি বিসর্জন করতে গিয়ে পুজো আয়োজকরা তেমন কোনও প্রশাসনিক সুবিধা পাননি৷ গাড়ি থেকে নামিয়ে নিজেদেরই প্রতিমা কাঁধে করে নিয়ে যেতে হয়েছে ঘাট পর্যন্ত৷ সেকেলে প্রক্রিয়ায় ঝুঁকি নিয়ে প্রতিমা জলে ছাড়তে হয়েছে৷ ধীরে ধীরে অবশ্য সব স্বাভাবিক হয়৷

তবে শহরের ক্লাব-সংঘ বা বারোয়ারি পূজা আয়োজকরা রবিবার প্রতিমা নিরঞ্জন করবে৷ শোভাযাত্রা করে দেবীকে নিয়ে যাবেন সদরঘাটে৷ এ বার অবশ্য অফিসপাড়ায় ডিজে নিষিদ্ধ করা হয়েছে৷ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রতিমা নিরঞ্জনে সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker