Barak UpdatesHappeningsBreaking News
ধসে নিহতদের স্মরণে অস্থায়ী শোকবেদী এসইউসিআইর
৩ জুন: ভয়ঙ্কর ভূমিধসে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলার ২১ জন ব্যক্তির হৃদয়বিদারক ও মর্মান্তিক মৃত্যুতে বুধবার এসইউসিআই দলের কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। শিলচরে দলের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে , করিমগঞ্জ শহরের মেন রোডের পাশে এবং হাইলাকান্দির শিববাড়ি রোডে শোকবেদী স্থাপন করে দলের নেতাকর্মীরা এক মিনিট নীরবতা পালন করেন ।
উল্লেখ্য যে কাছাড় জেলার জয়পুরের নিকটবর্তী কলারপার গ্রামে সাতজন, করিমগঞ্জ জেলার শ্রীমন্ত কানিশাইল জিপির দুই পরিবারের ৬ জন এবং হাইলাকান্দির বটেরবাজার , মোহনপুর ইত্যাদি স্থানে চারটি শিশুসহ ৮ জনের প্রাণহানি হয় । এছাড়াও বহু মানুষ মারাত্মক আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন । দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে রাজ্য সরকারের নিকট তিন জেলার প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান, অবৈধ খনন বন্ধ করা, আগাম সর্তকতা জারি করা, ভূমিধ্বসের আশঙ্কা থাকা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে বসবাসের উপযুক্ত ব্যবস্থা করা ইত্যাদি দাবি জানানো হয় ।
এই কার্যসূচি পালনে করিমগঞ্জে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য তুষার দাস, পরিমল চক্রবর্তী, বিষ্ণুপদ দত্ত পুরকায়স্থ, নন্দন কুমার নাথ, পিকলু দাস, শিলচরে দলের রাজ্য কমিটির সদস্য তথা কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, হাইলাকান্দিতে ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য ও জেলা সম্পাদক প্রভাস চন্দ্র সরকার, সুশীল পাল,আফজল হুসেইন মজুমদার প্রমুখ ।