Barak UpdatesHappeningsBreaking News
দয়ানন্দর মন্তব্যঃ জনপ্রতিনিধিদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ২১ এপ্রিলঃ আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাই-র মন্তব্যকে জাতিবিদ্বেষী, বরাক উপত্যকা সম্পর্কে অবমাননাকর, প্ররোচনামূলক এবং অপরিণামদর্শী বলে মন্তব্য করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, তা বরাক সহ গোটা রাজ্যের বাঙালি ও অন্যান্য অনসমিয়া জনগোষ্ঠীর কাছে এক অশনিসংকেত। একজন সরকার নিযুক্ত ব্যক্তি দায়িত্বশীল পদে থেকে সরকারি নিয়ম-নীতি ভেঙে এত নিম্ন পর্যায়ে নেমে কথা বলতে পারেন তা ভাবাই যায় না। শুধু বলাই নয়, এ নিয়ে আবার সাফাইও গেয়েছেন। বিষয়টি সম্পর্কে তীব্র প্রতিক্রিয়ার পরও সরকারি নীরবতায় বরাক বঙ্গ বিষ্ময় প্রকাশ করে। গৌতমবাবুর কথায়, এতে সাধারণ মানুষের কাছে এক অন্য বার্তা যাচ্ছে । তাই সরকার এ সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করুক।
দত্ত বলেছেন, বরাক উপত্যকার ভাষিক পরিচয় এবং অসম সরকারি ভাষা আইন অনুসারে বরাকের জন্য যে আইনি সংস্থান রয়েছে সেটা সম্পূর্ণভাবে চেপে গিয়ে এই উপত্যকায় জোর করে ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা হালে বেগবান হয়েছে। এই সময়ে দয়ানন্দের মন্তব্য এই উপত্যকার মানুষকে আরও শঙ্কিত করে তুলেছে। অসমিয়া ভাষা শিক্ষা আইন, ২০২০ বহুভাষিক আসামকে একভাষী রাজ্যে পরিণত করার নীল নক্সা সাজিয়ে দিয়েছে। এ ক্ষেত্রে বরাককে ছাড় দেওয়ার কথা বলা হলেও বাস্তবে উল্টোটাই ঘটবে। ১৭ মার্চের সেবার নির্দেশনামা তারই ইঙ্গিত। অথচ বরাকের অধিকাংশ দল, নেতা ও জনপ্রতিনিধিরা নীরব।