NE UpdatesHappeningsBreaking News
দেশের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ১৭ নম্বরে হিমন্ত
গুয়াহাটি, ৩১ মার্চ ঃ ৩২ থেকে ১৭। একলাফে উঠে এলেন অনেকটা। কথা হচ্ছে, দেশের প্রভাবশালী ব্যক্তির তালিকা নিয়ে। এই তালিকায় এখন ১৭ নম্বর স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আগে তিনি এই তালিকায় ৩২ নম্বর স্থানে ছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দেশের একশ’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় স্থানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, চতুর্থ দেশের মুখ্য বিচারপতি ওয়াই এস চন্দ্রচূড় এবং পঞ্চম স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ষষ্ঠ সংঘপ্রধান মোহন ভাগবত, সপ্তম বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অষ্টম অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নবম শিল্পপতি মুকেশ আম্বানি এবং দশম স্থানে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তালিকায় রাহুল গান্ধী রয়েছেন ১৫ নম্বরে। এর আগে তিনি এই তালিকায় ছিলেন ৫১ নম্বরে।