Barak UpdatesHappeningsBreaking News
শনিবার দূরদর্শনে সম্প্রচার হবে তথ্যচিত্র ‘মালেগড় সংঘর্ষ’
ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর : স্বাধীনতার প্রথম সংগ্রাম সিপাহী বিদ্রোহের ডাকে সাড়া দিয়ে তৎকালীন ৩৪ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির বিদ্রোহী ভারতীয় সেনারা চট্টগ্রাম অস্ত্রাগার লুঠ করে পালান৷ টের পেয়ে ব্রিটিশ সৈন্য তাড়া করলে করিমগঞ্জের লাতু পৌঁছে মালেগড় টিলায় আশ্রয় নেন তাঁরা। সেখানে সিলেট লাইট ইনফ্যান্ট্রির কমান্ড্যান্ট মেজর বিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সেনার সাথে তাদের যুদ্ধ হয়৷ সে সংঘর্ষে ১৮৫৭ সালের ১৮ ডিসেম্বর মেজর বিং নিহত এবং প্রায় ২৮জন বিদ্রোহী সিপাহী বীরগতি প্রাপ্ত হন।
মহাবিদ্রোহের সেই বিস্মৃতপ্রায় কাহিনি নিয়ে শিলচর দূরদর্শন নিবেদিত তথ্যচিত্র ‘মালেগড় সংঘর্ষ – বিস্মৃত এক মহাবিদ্রোহের কথা’ ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় দূরদর্শনের ডিডি আসাম চ্যানেল (ক্যাবল এবং ডিশ টিভিতে উপলব্ধ) থেকে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি শিলচর দূরদর্শনের য়্যুটিউব চ্যানেলেও একই সময়ে প্রদর্শিত হবে। কিছুদিনের মধ্যেই এটি ডিডি বাংলা চ্যানেল থেকেও সম্প্রচারিত হবে। এছাড়া, খুব শীঘ্রই এই তথ্যচিত্রের ইংরেজি ভার্সন দূরদর্শন এবং শিলচর দূরদর্শনের য়্যুটিউব চ্যানেলেও দেখা যাবে বলে শিলচর দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ সুব্রত দাস জানিয়েছেন।