Barak UpdatesHappeningsBreaking News
দুদিনের সফরে মন্ত্রী পীযুষ হাজরিকা বুধবার বরাকে আসছেন
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার আগামীকাল, বুধবার বরাক উপত্যকা সফরে আসছেন। তিনি এসেই সকাল ১১ টায় সোনাই বিধানসভা এলাকার উত্তর কৃষ্ণপুরে নদী ভাঙন স্থল পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টায় রুপাইবালিতে বাঁধ কাম রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করবেন। বেলা ১টা ১৫ মিনিটে লক্ষ্মীপুরের সিঙ্গেরবন্দে প্রটেকশন ওয়ার্কের কাজ পরিদর্শন করবেন। এরপর বিধায়ক কৌশিক রাইয়ের বাসভবনে যাবার কর্মসূচি রয়েছে মন্ত্রী হাজরিকার। বিকেল ৪টায় মন্ত্রী শিলচরে ফিরে এসে বিজেপি কার্যালয় দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।
এরপর বিকেল পাঁচটায় জেলাশাসকের কনফারেন্স হলে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। এ দিন শিলচরে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাইলাকান্দিতে জেলাশাসকের কার্যালয়ে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন মন্ত্রী হাজারিকা। বেলা সাড়ে ১০টায় বিজেপি অফিসে দলীয় সভায় অংশ নিয়ে মন্ত্রী হাজারিকা রামকৃষ্ণনগর হয়ে করিমগঞ্জে বিভিন্ন কার্যসূচিতে অংশ নেবেন এবং রাতে শিলচর ফিরে আসবেন। বৃহস্পতিবার রাতও শিলচরে কাটিয়ে জল সম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী হাজারিকা শুক্রবার সকালে দিসপুর চলে যাবেন।