India & World UpdatesHappenings
দুটি ডোজ সম্পূর্ণ করে দেশে প্রথম রাজ্য হিমাচল প্রদেশ
৫ ডিসেম্বর ঃ ওমিক্রন আতঙ্কের মধ্যেই কোভিড মোকাবিলায় নয়া মাইলফলক স্পর্শ করল হিমাচল প্রদেশ। এই রাজ্যটি ১০০ শতাংশ ভ্যাকসিন দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। ৫ ডিসেম্বর অর্থাৎ রবিবার হিমাচল প্রদেশ দুটি ভ্যাকসিনের ১০০ শতাংশ ডোজ সম্পূর্ণ করেছে। এই রাজ্য ১৮ বছরের বেশি বয়সি ৫৩ লক্ষ ৭৭ হাজার জনকে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ দিয়েছে।
হিমাচল প্রদেশের সব জেলা মিলিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। সেই পরিসংখ্যান অনুযায়ী এনএইচএম সূত্রে প্রকাশ, ৩ ডিসেম্বরেই সন্ধ্যে পর্যন্ত ৫৩ লক্ষ ৩৩ হাজারকে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় বাকি থাকা লোককেও ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, দেশের মধ্যে হিমাচল প্রদেশ গত আগস্ট মাসেই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া সবার আগে সম্পূর্ণ করেছিল। এ বার ৫ ডিসেম্বর রাজ্য দ্বিতীয় ডোজের লক্ষমাত্রাও স্পর্শ করেছে।