India & World UpdatesHappeningsBreaking News
দিল্লি দাঙ্গায় সীতারাম ইয়েচুরির নামে চার্জশিট
১২ সেপ্টেম্বরঃ দিল্লিতে ফেব্রুয়ারির দাঙ্গার ঘটনার চার্জশিট দিল পুলিশ। এতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও অভিযুক্ত করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্বরাজ অভিযান নেতা যোগেন্দ্র যাদব, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ এবং ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা রাহুল রায়। তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশের মূল অভিযোগ, তাঁরাই নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদকারীদের উসকে যাচ্ছিলেন। এই সংশোধনী মুসলমান বিরোধী বলে তাঁরা সাম্প্রদায়িক উসকানি দিয়েছেন। সরকারের ভাবমূর্তি ম্লান করার ক্রমাগত চেষ্টা করে গিয়েছেন। ফেব্রুয়ারির ২৩ থেকে ২৬-র মধ্যে দিল্লির স্থানে স্থানে হিংসাত্মক ঘটনা ঘটে। ৫৩ জন প্রাণ হারান, ৫৮১ জন জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে ৯৭ জন ছিলেন গুলিতে জখম।