India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে দেশের সর্বকালীন রেকর্ড তাপপ্রবাহ ৫২.৩ ডিগ্রি, বৃষ্টিতে স্বস্তি
নতুনদিল্লি, ২৯ মে : প্রবল তাপপ্রবাহে পুড়ছে উত্তর পশ্চিম এবং মধ্য ভারত। পুড়ছে দেশের রাজধানী। বুধবার সেখানে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৫০ ডিগ্রি। বুধবার দুপুর আড়াইটেয় সেখানকার মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্রে দেশের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৫২.৩ ডিগ্রিতে।
মৌসম ভবন জানিয়েছে, উত্তর পশ্চিম দিল্লির তাপমাত্রা বুধের দুপুরে হাফ সেঞ্চুরি ছড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। শুধু দিল্লি নয়, দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড থাকল বুধবারের ৫২.৩ ডিগ্রির। শুধু তাই নয়, পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রাও এর থেকে খুব একটা বেশি নয় বলেই মত ওয়াকিবহাল মহলের।
জানা গিয়েছে, মাত্র ৪.৪ ডিগ্রি বেশি পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা। তবে গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ কিছুটা কমেছে দিল্লিতে। সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রার পর, দিল্লিতে বুধবার বিকেলেই মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতিতে, দিল্লিতে স্কুলের ছুটি বাড়ানো হয়েছে ৩০ জুন পর্যন্ত। এমনকি এই পরিস্থিতিতে জল অপচয় বন্ধ করতে বড় অঙ্কের জরিমানার কড়া বার্তা দেওয়া হয়েছে।