Barak UpdatesHappeningsBreaking News
দিব্যাঙ্গ পেনশন ভেরিফিকেশন : হাইলাকান্দির ৫ আইসিডিএস প্রকল্পে হেল্পডেস্ক
ওয়েটুবরাক, ১৬ জুলাই : দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন যোজনা কর্মসূচির অধীনে হাইলাকান্দি জেলার কোনও হিতাধিকারী যাতে কোনও অবস্থায় বাদ না পড়েন, সেজন্য জেলার পাঁচটি আইসিডিএস কার্যালয়ে দিব্যাঙ্গ ভেরিফিকেশন ডেস্ক খোলা হয়েছে৷ জেলাশাসক রোহনকুমার ঝা জেলার পাঁচটি আইসিডিএস প্রকল্পের কার্যালয়ের আধিকারিক, কর্মীদের এ ব্যাপারে দায়িত্ব দিয়েছেন৷ তাঁরা দিব্যাঙ্গদের নথিপত্র পরীক্ষা সহ বাদ পড়া দিব্যাঙ্গদের আবেদন পত্র গ্রহণ করবেন৷
সম্প্রতি সেক্টর সুপারভাইজারদের ফিল্ড ভেরিফিকেশনের সময় বহু হিতাধিকারীকে খুঁজে পাওয়া যায়নি । তাছাড়া বহু প্রকৃত দিব্যাঙ্গ হিতাধিকারী তালিকায় অন্তর্ভুক্ত হননি । এই পরিস্থিতিতে প্রত্যেক আইসিডিএস প্রকল্পের কার্যালয়ে একটি করে ভেরিফিকেশন ডেস্ক খোলা হয়েছে। হিতাধিকারীদের অবিলম্বে তাদের দিব্যাঙ্গ নথিপত্র ভেরিফিকেশন ডেস্কে জমা দিতে বলা হয়েছে । তবে এই ভেরিফিকেশন পর্বের কাজ থেকে ব্লকের পোষন কর্মীদের ছাড় দেওয়া হয়েছে । পোষন ট্রেকার অ্যাপের কাজ জুলাই মাসের মধ্যে সম্পন্ন করতে ব্লক পোষন কর্মীদের দিব্যাংগ ভেরিফিকেশন ডেস্কের কাজ থেকে ছাড় দেওয়া হয়েছে ।