NE UpdatesBarak UpdatesHappenings
দায়িত্ব নিলেন আসাম রাইফেলসের নতুন আইজি-ইস্ট রঞ্জিত সিং
২০ নভেম্বরঃ মেজর জেনারেল রঞ্জিত সিং আসাম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেল (ইস্ট)-এর দায়িত্ব নিলেন। মেজর জেনারেল জিএভি রেড্ডি তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন। শিলচর শ্রীকোণা গ্যারিসনে রঞ্জিত সিং হলেন ষষ্ঠ ইন্সপেক্টর জেনারেল। ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ আসাম ও পশ্চিম মণিপুর তাঁর কার্যপরিধি। রঞ্জিত সিং একসময় তিনসুকিয়ায় মাদ্রাজ রেজিমেন্টের 7 নং ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট ছিলেন, ছিলেন কারগিলে 56 নং মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার। কারগিল যুদ্ধে এই ব্রিগেড গুুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সে জন্য বিশিষ্ট সেবা পদকে সম্মানিত তিনি।