Barak UpdatesHappeningsCulture
দশ দশে একশোঃ শিশুদের ছড়ার অ্যালবাম উন্মোচন ২৬ সেপ্টেম্বর
১৯ সেপ্টেম্বরঃ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশত জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাবে ছড়ার অ্যালবাম ‘দশ দশে একশো’। এই অঞ্চলের দশজন শিশুশিল্পীর কণ্ঠে ছড়াগুলি শোনা যাবে। ছড়াগুলি সংগ্রহ করা হয়েছে ‘ঈশান কোণের শত ছড়া’ বই থেকে।
প্রযোজক শিবম মাল্টিমিডিয়ার প্রধান শিবম দাস জানিয়েছেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২০০৩ সালের কেন্দ্রীয় অধিবেশনে শিশুমেলায় অংশগ্রহণকারীদের যে শংসাপত্র দেওয়া হয়েছিল, সেটি সাজানো হয়েছিল বরাক উপত্যকার ৪০জন ছড়াকারের ১০০ ছড়া দিয়ে।
১৭ বছর পরে ওই ১০০ ছড়া ‘ঈশান কোণের শত ছড়া’ নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। ওই ‘ঈশান কোণের শত ছড়া’-র ১০০টি ছড়াই শিবম মাল্টিমিডিয়া ১০ শিশুর কণ্ঠে শোনানোর উদ্যোগ নিয়েছে।