India & World UpdatesBreaking News
ত্রিপুরা শ্রীহট্ট সম্মেলনে আমন্ত্রিত ভারত-বাংলার শিল্পীরা
২৮ জুন : আগামী ৩০ জুন বিকেল ৩টা থেকে আগরতলা রবীন্দ্র ভবনের ২নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে শ্রীহট্ট সম্মিলনী ত্রিপুরার দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন। এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করছেন। ত্রিপুরা শ্রীহট্ট সম্মিলনীর সম্পাদক সঞ্জয় চন্দ, দীপক রঞ্জন নাথ, উমাপদ দাস, দেবাশিস এন্দো, সুবিমান দত্ত জানিয়েছেন, সম্মেলনে আগামী দু’বছরের জন্য ত্রিপুরা শ্রীহট্ট সম্মিলনীর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে। একই দিনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটি ঐতিহ্য বজায় রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা শ্রীহট্ট সম্মিলনী।
এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শিলচর শ্রীহট্ট সম্মিলনীর সম্পাদক সন্তোষ চন্দ, সদস্য পঙ্কজ নাথ, শিবশংকর ধর, সত্যজ্যোতি দেব, অনামিকা দেব, বাংলাদেশের প্রতীক এন্দো, তান্নি দেব, সুরজিৎ দেব সহ শিলচরের বিক্রমজিৎ করকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিলচরের শিল্পীরা আগামী ২৯ জুন আগরতলা যাচ্ছেন বলে জানিয়েছেন শিলচর শ্রীহট্ট সম্মিলনীর সম্পাদক। অনুষ্ঠান সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।