Barak UpdatesHappeningsFeature Story
১০০ শতাংশ পাশ নিয়ে শিলচর কলেজিয়েটে ডিস্টিংশন ৫৩ জনের, লেটার ৪৮০টি
ওয়ে টু বরাক, ২২ মে ঃ শিলচর কলেজিয়েট স্কুলও এ বারের মাধ্যমিক পরীক্ষা ১০০ শতাংশ ফলাফলের কৃতিত্ব অর্জন করেছে। এ বার এই স্কুল থেকে পরীক্ষায় বসেছিল মোট ১৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৫৪ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাকি ৬ জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে। এর মধ্যে রাজ্য ভিত্তিক মেধা তালিকায় স্কুলের ছাত্রী ঋতজা দেব নবম স্থান দখল করেছে।
ফলাফলে ডিস্টিংশন এসেছে ৫৩টি এবং স্টার মার্কস পেয়েছে ৩৮ জন। সব মিলিয়ে এ বার মাধ্যমিকে কলেজিয়েট স্কুলে লেটার এসেছে ৪৮০টি। এর মধ্যে ১৩৯ জন ইংরেজিতে লেটার মার্কস পেয়েছে। এছাড়া সাধারণ গণিতে ৭১টি, সাধারণ বিজ্ঞানে ৭৪টি, সমাজ বিজ্ঞানে ৭৮টি, বাংলায় ২০টি, হিন্দিতে ১টি, ঐচ্ছিক গণিতে ৫৯টি এবং কম্পিঊটার সায়েন্সে ৩৮টি লেটার এসেছে।
সারা রাজ্যের মধ্যে বিষয় ভিত্তিক সেরা নম্বর পেয়েছে ৪০ জন। এর মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর ১৭ জনের, ঐচ্ছিক গণিতে ১৫ জনের, সাধারণ গণিতে ৫ জন ও সাধারণ বিজ্ঞানে ৩ জন সর্বোচ্চ নম্বর পেয়েছে।