NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায়ও ৫ জুন পর্যন্ত বাড়ল কার্ফু
২৬ মে ঃ আগামী ৫ জুন পর্যন্ত আগরতলা মিঊনিসিপ্যাল কর্পোরেশন এলাকা সহ ১৯টি শহর এলাকায় কার্ফুর মেয়াদ বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার আগরতলা পুর নিগম সহ সব নগর সমিতি এলাকা এবং রাজ্যের অন্যান্য স্থানে কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শহর এলাকায় এই নিষেধাজ্ঞা আজ অর্থাৎ ২৬ মে সকাল ৫টা থেকে কার্যকর হয়েছে, তা চলবে ৫ জুন পর্যন্ত। রাজ্যের অন্যান্য স্থানে এই নিষেধাজ্ঞা ২৭ মে থেকে কার্যকর হবে। মঙ্গলবার এক ক্যাবিনেট বৈঠকে রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
এই নির্দেশে আরও বলা হয়েছে, সব ধরনের জরুরি পরিষেবা এই সময়ে আগের মতোই চলবে। তবে দোকানগুলো সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে ত্রিপুরা সরকার পুরসভা ও নগর সমিতি এলাকায় ২৬ মে পর্যন্ত ১০ দিনের কার্ফু এবং রাজ্যের অন্যান্য স্থানে নৈশ কার্ফু জারির কথা ঘোষণা করেছিল।