NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ড. ব্রজগোপাল রায় প্রয়াত
ওয়েটুবরাক, ১ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাহিত্যিক ড. ব্রজগোপাল রায় রবিবার প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির চেয়ারম্যান ছিলেন এবং পার্টির কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। ১৯৭৮ সালে বিধানসভায় নির্বাচিত হয়ে তিনি প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। ১৯৯৩ সালে তৃতীয় বামফ্রন্ট মন্ত্রিসভায়ও ছিলেন।
ব্রজগোপাল রায়ের মৃত্যুতে ত্রিপুরার রাজনৈতিক ও সাহিত্য জগতে শোকের ছায়া নেমে আসে৷ তার মৃতদেহ এদিন বিধানসভা এবং সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মন্ত্রিসভার পক্ষে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শাসক এবং বিরোধী দলের বিধায়করাও তাঁকে শেষশ্রদ্ধা জানাতে ছুটে যান। রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, ড: ব্রজগোপাল রায় ত্রিপুরা বামফ্রন্ট কমিটি গঠনের শুরুর সময় থেকে বামফ্রন্টের সঙ্গে যুক্ত থেকে বামগণতান্ত্রিক আন্দোলনের বিকাশ ও বামফ্রন্ট সরকার গঠনে অন্যতম হিসাবে গুরুদায়িত্ব পালন করেছেন। ডঃ ব্রজগোপাল রায়ের প্রয়াণ শুধু তাঁর পরিবার বা দল হিসাবে ফরওয়ার্ড ব্লকেরই ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে ত্রিপুরার বামগণতান্ত্রিক আন্দোলন এবং সৃষ্টিধর্মী মানব কল্যাণকর সাহিত্য, সাংস্কৃতিক আন্দোলনেরও। তাঁর অবর্তমানে নিঃসন্দেহে এক শূন্যতার সৃষ্টি হলো।