NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরার দামছড়ায় বিজেপির বিরুদ্ধে মিছিলে উপজাতি নারী-পুরুষ
৩০ সেপ্টেম্বর: ত্রিপুরার দামছড়ায় উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে ১৫ দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশনকে ভিত্তি করে বুধবার জনগণের মধ্যে সাড়া পড়ে। সিপিএমের দামছড়া অঞ্চল অফিস প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় মিছিল বের হয়৷ নেতৃত্ব দেন জিএমপির কেন্দ্রীয় নেতা রাজেন্দ্র রিয়াং, টিওয়াইএফ কেন্দ্রীয় সভাপতি রাজেন্দ্র রিয়াং, জিএমপি দামছড়া অঞ্চল কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে বারেন্দ্র রিয়াং এবং অরুণজয় রিয়াং, সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত প্রমুখ৷
দামছড়া পূর্তদফতরের সামনে গেলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড গড়ে তোলা হয়। সেখানে থেকে ৩জনের প্রতিনিধি দল ললিত রিয়াং, অরুণজয় রিয়াং এবং গংগারাম রিয়াং বিডিও নিকট স্মারকলিপি তুলে দিয়ে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আবেদন রাখেন।
অপরদিকে বারেন্দ্র রিয়াং-এর সভাপতিত্বে পূর্তদফতরের সামনে জনসভা সংগঠিত হয়। সেখানে বক্তারা প্রত্যেকে রাজ্যের বিজেপি জোট সরকারের সমালোচনায় মুখর ছিলেন৷ বলেন, গ্রাম পাহাড়ে ভীষণ খাদ্য সংকট চলছে। মানুষের কাজ নেই, খাদ্য নেই। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে। সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দামবৃদ্ধি ঘটছে।