India & World UpdatesBreaking News

তেষ্টা পেলে অর্ধেক গ্লাস জল সরকারি কর্মীদের, নতুন নির্দেশিকা

৩১ জুলাইঃ ভবিষ্যতে দেশে তীব্র জলসঙ্কটের আশঙ্কায় এ বার জল বাঁচাতে নতুন নির্দেশিকা জারি করেছে উত্তর প্রদেশ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মচারী থেকে আধিকারিকদের অর্ধেক গ্লাস ভর্তি জল দিতে। এতে বাকি অর্ধেক গ্লাস বাঁচিয়ে অনেকটা জল বাঁচানো সম্ভব। যা রাজ্যের মানুষের কাজে লাগবে। যোগী রাজ্যের মুখ্যসচিব প্রদীপ দুবে জানান, বিধানসভার স্পিকার নির্দেশ দিয়েছেন অর্ধেক ভর্তি গ্লাস জল দিতে। তাহলে মানুষের কাছে বার্তা যাবে জল অপচয় করা যাবে না।

আগামী দিনগুলোতে দেশে তীব্র জলসংকটের আশঙ্কায় এ বার জল সংরক্ষণে নেমেছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে এ নিয়ে পৃথক পৃথক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোনও রাজ্য বৃষ্টির জল ধরে রাখছে, কোনও রাজ্য ন্যূনতম জল ব্যবহার করছে। কিন্তু এখানেও অভিনব পদক্ষেপ করে দেখাল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তাদের এই অভিনব পদক্ষেপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কিন্তু প্রশ্ন উঠছে, জল যতটা তেষ্টা পাবে মানুষ তো ততটাই খাবে। তাহলে জল কম খাবে কেন?‌ কম জল খেলে কী পুরো তেষ্টা মিটবে?‌ তাহলে কী জলও আধপেটা খেয়ে থাকতে হবে?‌ এইসব প্রশ্ন উঠলেও বৃহত্তর স্বার্থে তাই করতে হবে। তাহলে রাজ্যে জলের হাহাকার দেখা যাবে না। মানুষ জল নষ্ট করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে জল বাঁচাতে মানুষকে একসঙ্গে পথে নামার আহ্বান করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker