Barak UpdatesBreaking News
মালিনিবিলে বৃক্ষরোপণ রোটারি গ্রিনল্যান্ডেরPlantation drive undertaken by Rotary Greenland
৩০ জুলাইঃ সবুজ লাগাও, সবুজ বাঁচাও, সবুজকে ছড়িয়ে দাও—-এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড। রবিবার তাঁরা এই কর্মসূচির প্রথম পর্বের জন্য বেছে নেয় মালিনিবিল ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলকে। সেখানে বিভিন্ন প্রজাতির পঞ্চাশটি চারাগাছ রোপণ করে। সঙ্গে চারাগাছগুলি যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, সে জন্য প্রতিটি গাছে বাঁশের তৈরি খাঁচাও জুড়ে দেন তাঁরা। সবুজের অভিযান-বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটি লৌহনির্মিত বোর্ডও লাগান সেখানে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি গ্রিনল্যান্ডের সভাপতি দীপক ব্রহ্ম, সচিব অসীম ভট্টাচার্য প্রমুখ।
মঙ্গলবার গ্রিনল্যান্ডের পক্ষ থেকে হাম-মাম্প-রুবেলার টিকাকরণ নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ইলোরা নার্সিং হোমে এ দিন এই টিকাকরণের উপযোগিতা নিয়ে আলোচনা করেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট (মেডিক্যাল) চেয়ারম্যান ডা. অমিত কালোয়ার। ক্লাবের পক্ষ থেকে সচেতনতামূলক পোস্টার লাগায়, লিফলেট বিতরণ করা হয়।