India & World UpdatesHappeningsBreaking News
মহাকুম্ভে পদপিষ্ট, ১০ জনের মৃত্যুর আশঙ্কা

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি: প্রয়াগরাজে মহাকুম্ভে মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হন অনেকে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের কুম্ভ এলাকার ২ নম্বর সেক্টরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মৌনী অমাবস্যায় মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নানের জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজ পৌঁছেছেন। অনুমান করা হচ্ছে, মঙ্গলবার কুম্ভমেলায় ১০ কোটিরও বেশি পুণ্যার্থী পৌঁছেছিলেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। এখনও পর্যন্ত প্রায় ১৫ কোটি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। মৌনী অমাবস্যার একদিন আগে থেকেই মহাকুম্ভে ভিড় জমতে শুরু করে। প্রয়াগরাজের রাস্তাঘাট সব কানায় কানায় পূর্ণ। রেলস্টেশন হোক বা বাসস্ট্যান্ড, কোথাও পা ফেলার জো নেই।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আখড়া পরিষদের নেতৃস্থানীয় আচার্যদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। আদিত্যনাথ বলেন, “কারা এই ভিড় সামলাতে ব্যর্থ, কাদের গাফিলতি চিহ্নিত করে প্রশাসনের তরফে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিকে পঞ্চায়েতি নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর কৈলাশানন্দ গিরি বলেন, ‘ভিড় খুব বেশি। ভিড় দেখে আখড়া পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বসন্ত পঞ্চমীতে আমরা অমৃত স্নান করব।”
উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।