Barak UpdatesHappeningsBreaking News
তৃতীয় লিংক রোডে বানভাসিদের সাহায্যে বিজেপি
২০ মে : কয়েক দিনের টানা বৃষ্টিতে বরাক নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় শিলচর শহর ও তার আশপাশ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ভাগাডহর এলাকায় একটি বাঁধ হঠাত করে ভেঙে যাওয়ায় শহর লাগোয়া বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে ডুবে গেছে। শহরের তৃতীয় লিংক রোড এলাকায়ও গতকাল সকাল থেকে ধীরে ধীরে বন্যার জল ঢুকতে শুরু করে। বিকেল নাগাদ এলাকার অধিকাংশ বাড়িতেই কোমর জল দাঁড়িয়ে যায়। তৃতীয় লিংক রোড প্লাবিত হওয়ার পর বন্যার জল প্রবেশ করে দ্বিতীয় লিংক রোড এলাকায়। এখানেও জলের তোড়ে ভেসে যায় পথঘাট। তৃতীয় লিংক রোডে প্রচন্ড জল থাকায় এলাকার কিছু লোক গিয়ে আশ্রয় নিয়েছেন সরস্বতী বিদ্যা নিকেতনে। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সেক্রেটারি দেবতোষ চক্রবর্তী জানান, পরিস্থিতি মোকাবিলায় বানভাসিদের জন্য স্কুলটি খুলে দেওয়া হয়েছে।
এ দিকে, শুক্রবার বিজেপির এক প্রতিনিধি দল তৃতীয় লিংক রোডে গিয়ে এলাকাটি পরিদর্শন করে এলাকার বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন। বানভাসিদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং যথাযথ সাহায্যের আশ্বাস দেন। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে শরণার্থী শিবিরে থাকা শিশুদের মধ্যে কিছু বিস্কুট ও দুধের প্যাকেট বিতরণ করা হয়। বিজেপে প্রতিনিধি দলে ছিলেন নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস, সহেলি দেব সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।