India & World UpdatesHappeningsBreaking News
তৃণমূলের সঙ্গে জোটে যেতে দুই শর্ত বঙ্গ কংগ্রেসের
ওয়েটুবরাক, ২ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে হলে এআইসিসির কাছে কিছু শর্ত রেখেছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস৷ হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বের দাবি, তৃণমূলের সঙ্গে জোট-আলোচনার সময় তাঁদের শর্তগুলিও সামনে রাখা হোক।
শর্ত মূলত দুটি। এক, কংগ্রেস নেতাদের নামে নানা থানায় বহু অপরাধের অভিযোগ আছে। মামলাও চলছে বেশ কিছু। জোট হলে সেই সব রাজনৈতিক মামলা থেকে মুক্তির জন্য প্রশাসনিক সহযোগিতা করতে হবে রাজ্যের শাসক দলকে। দুই, কংগ্রেসের যেখানে যত পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে বদলে নিয়ে স্থানীয় নেতৃত্ব দলবদল করেছেন, অল্প সংখ্যায় হলেও সেই অফিসগুলো ফেরানোর বন্দোবস্ত করতে হবে।
নাগপুরে আয়োজিত দলীয় সভায় প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সি রাজ্যে দলের পরিস্থিতি এবং জোট হলে তার পরিণতি কী হবে, এ নিয়ে নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন।