NE UpdatesHappeningsBreaking News
তৃণমূলও ছাড়লেন বিজেপি ত্যাগী প্রাক্তন বিধায়ক আশিস দাস
ওয়েটুবরাক, ২৮ মে: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েকমাসের মধ্যে নতুন দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। শুক্রবার দল ছাড়ার কথা আগরতলায় বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। বলেন, “বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম রাজ্য মানুষের স্বার্থে। কিন্তু তৃণমূলেও বিজেপির মত অবস্থা।” তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে পরকীয়া করছে’ এই অভিযোগও করেন তিনি। বিজেপিকে রাজনীতিতে সুযোগ করে দেওয়াই তৃণমূলের মূল লক্ষ্য বলে দাবি করেন আশিস। তাঁর আক্ষেপ, “তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে আমার মত বিধায়ককে পেয়েও কাজে লাগাতে পারেনি৷”
সাংসদ সুস্মিতা দেব জানান, আশিস দাসকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে। তিনি কিছুতেই সাড়া দেননি।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক বলেন, “তাঁর সম্পর্কে মন্তব্য করতে চাই না৷ কখনও তিনি একা গান্ধী মূর্তির সামনে বা অন্যত্র বসে থাকতেন এবং যখন ভালো বুঝতেন তখন তিনি তার মাথা কামিয়ে বা কাপড় খুলে ফেলতেন।”
তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলে যোগ দেওয়ার পরও আশিস দাসকে তৃণমূল কংগ্রেসের কোনও অনুষ্ঠানে বা দলীয় কার্যে দেখা যায়নি। আশিস তিন বছরে একবার নিজের নির্বাচনী এলাকায় যান না বলেও অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি৷