Barak UpdatesHappeningsBreaking News

‘প্রয়াস ‘এনজিও র পক্ষ থেকে খাদ্য ও কম্বল বিতরণ

২৯ ডিসেম্বর: প্রতি বছরের মতো এবারও শীতের রাতে শহর শিলচরের ফুটপাতে আশ্রিতদের খাদ্য ও কম্বল বিতরণ করছে ‘প্রয়াস’ এনজিও৷ ডিসেম্বরের প্রচণ্ড ঠাণ্ডায় যারা ফুটপাতে রাত কাটাতে বাধ্য হন, তাদের নিয়ে নির্বিকারই থাকেন শহরের সম্পন্ন বাসিন্দারা। বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছেন ‘প্রয়াস’-এর সদস্যরা। তাই রক্তদান বা অন্যান্য সেবামূলক কর্মসূচির পাশাপাশি প্রতি রবিবার তাঁরা প্যাকেট খাবার এবং শীতবস্ত্র তুলে দিচ্ছেন এইসব দুর্গত মানুষদের কাছে।

Rananuj

” কেউ যদি আমাদের এই ‘প্রয়াস’কে ভালবেসে আমাদের পাশে দাঁড়ান এবং ন্যূনতম হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুশি হব”, বললেন ‘প্রয়াস’-এর সচিব শান্তনু রায়। গত ২৭ ডিসেম্বরও ২৫ প্যাকেট খাবার ও দুটি কম্বল বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শান্তনু রায়, অসীম ভট্টাচার্য ও উত্তম দে। এছাড়া আগ্রহী হয়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন চিন্ময় ভট্টাচার্য ও জয়দীপ ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker