Barak UpdatesHappeningsBreaking News

তিরুবনন্তপুরমের উদ্দেশে রওয়ানা শিলচরের দ্বিতীয় ট্রেন

১৫ অক্টোবর: লকডাউনের পর প্রথম শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছার পর ১৫ অক্টোবর শিলচর থেকে রওয়ানা হল তিরুবনন্তপুরমের দ্বিতীয় ট্রেন৷ মোট ৫৬৮ যাত্রীর সকলের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মাল স্ক্যানারের সাহায্যে৷ কারও কোনও কোভিড-লক্ষণ না থাকায় যাত্রীদের সবাই উঠতে সক্ষম হন৷ এর মধ্যে ৩৬৮ জন স্লিপারে, ১৪৯ জন গিয়েছেন এসিতে এবং চেয়ার কারে ৫১ জন৷ শুক্রবার রাতে পৌঁছাবে তিরুবনন্তপুরম থেকে আসা প্রথম ট্রেন৷ লকডাউনের আগে যে যাত্রীবাহী ট্রেন ঢুকেছিল শিলচরে, আর কোনও ট্রেন আসেনি৷ প্রচুর যাত্রী আসছেন বলে তাদের জন্য কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে৷ এটি বাধ্যতামূলক৷ সে জন্য জেলা স্বাস্থ্য দফতর স্টেশন চত্বরেই বিশেষ ব্যবস্থা করেছে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker